বিনোদন মহলে আলোড়ন সৃষ্টি করেছে সিনেমা ‘সাইয়ারা’ জুটির অহান পাণ্ডে ও অনীত পড্ডারের সম্পর্ককে ঘিরে জল্পনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের ২৩তম জন্মদিনের দিনে কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করায় গুঞ্জন আরও তীব্র হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে দু’জনে একসঙ্গে সময় কাটিয়েছেন। একটি ছবিতে অহান চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন, আর অনীত তার কাঁধে মাথা রেখেছেন। ছবিগুলোতে তাদের আনন্দের মুহূর্ত স্পষ্টভাবে ধরা পড়েছে। সূত্রের খবর, ছবিটি ‘সাইয়ারা’র শুটিং চলাকালীন সময়ে তোলা হয়েছিল, যা ভক্তদের ধারণা জোরদার করেছে যে শুটিং-এর সময়ই তাদের সম্পর্কের সূত্রপাত।
প্রতিবেদন বলছে, অহান ও অনীত দীর্ঘদিন ধরেই সম্পর্কিত এবং পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে কাজ করা এবং সময় কাটানোর মধ্যেই তাদের সম্পর্ক গড়ে উঠেছে। চলতি বছরের ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ সিনেমার পর্দার chemistry এখন বাস্তবেও রূপ নিয়েছে বলে ভক্তরা উচ্ছ্বসিত।
সিএ/এমআর