ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজায় আটক সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। সোমবার সকাল ৮টার কিছু পর তারা আন্তর্জাতিক রেড ক্রসের হাতে ওই জিম্মিদের হস্তান্তর করে। পরে রেড ক্রসের তত্ত্বাবধানে তাদের ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হয়। খবর রয়টার্সের।
ইসরায়েলি সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামাস সাতজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বলে রেড ক্রস নিশ্চিত করেছে। মুক্তিপ্রাপ্তরা হলেন—ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল এবং গাই গিলবোয়া দালাল।
এই জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলও ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের মধ্যে ২৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ছিল।
তবে ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় নেই। তাকে অনেকেই ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’ বলে আখ্যা দেন।
এর আগে শুক্রবার ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যেই হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে বলে শর্ত ছিল।
সিএ/এমআর