জাতীয় নির্বাচন ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে কম সময় পাওয়ায় আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতিতে পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হলেও পুরোনো প্রতিশ্রুতি অনুযায়ী ভেন্যু সংখ্যা বাড়ানো হচ্ছে।
আগামী মৌসুম থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। নোয়াখালীসহ অন্তত পাঁচটি নতুন অঞ্চলে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে পারে। সম্ভাব্য দশটি অঞ্চল হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের মধ্যে ন্যূনতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে অনুমোদন দেওয়া হবে।
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, “অল্প সময় থাকায় এ বছর পাঁচ দলের বিপিএল আয়োজন করতে আগ্রহী। যদিও পুরো পরিকল্পনা আরও বড়, এক মাসের উইন্ডোতে পাঁচ দল নিয়েই আয়োজন সম্ভব।”
তিনি আরও জানান, ভেন্যু বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী ভেন্যু পরিদর্শনের পর বরিশাল ভেন্যু দেখবেন। এরপর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যে কোনো একটি ভেন্যু টুর্নামেন্টে যোগ হতে পারে।
সিএ/এমআর