ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের কারণে লন্ডনের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর যুদ্ধে লড়ছেন। এই সংকটময় সময়ে সহ-অভিনেত্রী রোজিনা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। দীর্ঘদিন পর তাদের এক আবেগঘন পুনর্মিলন হয় হাসপাতালের কক্ষে।
রোজিনা বলেন, “কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি।” তিনি আরও উল্লেখ করেন, কাঞ্চন শারীরিকভাবে অসুস্থ হলেও নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা আস্তে-ধীরে বলছেন।
রোজিনা জানান, তিনি লন্ডনে ছিলেন এবং পরে কানাডায় চলে গেছেন, কিন্তু অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাঞ্চনের মেয়ের বাসায় সাক্ষাৎ করেন।
বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
সিএ/এমআর


