ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। সিঙ্গাপুরে একটি কনসার্টে অংশ নেওয়ার সময় তার মৃত্যুতে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গায়কের চাচাতো ভাই সন্দীপন গর্গসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সন্দীপন গর্গ আসাম পুলিশের একজন কর্মকর্তা।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত। এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন, তদন্তকারীরা ষড়যন্ত্রের সম্ভাবনাও যাচাই করছেন এবং সিঙ্গাপুরের একটি ইয়টে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জুবিনের স্ত্রী গরিমা গর্গ ও তার বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন। গরিমা দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট সরকারকে জমা দিয়েছেন, তবে তদন্ত চলমান থাকায় তা প্রকাশ করা হয়নি।
তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুরের ইয়টে উপস্থিত অসম অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের মধ্যে আটজনকে তলব করা হলেও, তারা নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা দেননি, যা মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে।
সিএ/এমআর