সুইডিশ জলবায়ু ও মানবাধিকার আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এথেন্সে পৌঁছে ফিলিস্তিনপন্থি জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
সোমবার গ্রিসের এথেন্সে পৌঁছানো থুনবার্গসহ ১৬১ জন আন্দোলনকারী ইসরায়েলের নৌঅবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। তারা ৪০টিরও বেশি নৌযান নিয়ে গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেন। তবে ইসরায়েলি বাহিনী তাদের গতিরোধ করে প্রায় ৪৭৯ জনকে গ্রেপ্তার করে এবং পরে ৩২১ জনকে তুরস্ক, গ্রিসসহ নিকটবর্তী দেশে প্রেরণ করে।
গ্রেটা থুনবার্গ এথেন্সে জনতাকে বলেন, “সেখানে একটি গণহত্যা চলমান আছে। ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে।” তিনি অভিযোগ করেন, বিশ্বব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সরকারগুলো তাদের আইনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।
ফ্লোটিলায় অংশ নেওয়া অন্যান্য আন্দোলনকারীরাও ইসরায়েলি বাহিনীর অমানবিক আচরণের কথা জানান। স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ বলেন, “দুর্ব্যবহার হয়েছে, কিন্তু ফিলিস্তিনের জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছেন তার তুলনায় এগুলো কিছুই না।”
সিএ/এমআর