চলতি অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর নির্ধারিত অক্টোবর মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। নতুন দাম ঘোষণার সময় বিকেল ৩টায় হওয়ার কথা। এই ঘোষণার আগে ভোক্তাদের মধ্যে কৌতূহল বিরাজ করছে—গত কয়েক মাসের ধারাবাহিকতায় দাম কমার পর এবার কি বৃদ্ধি পাবে, তা জানতে সকলের আগ্রহ বেশি।
এর আগে গত ২ সেপ্টেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। আগের মাস অর্থাৎ আগস্টেও ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছিল।
বিগত কয়েক মাসে এলপি গ্যাসের দাম কমার প্রবণতা দেখা গেলেও ২০২৪ সালে মোট ৭ দফায় দাম বেড়েছিল এবং মাত্র ৪ দফায় কমেছিল। তাই আজ দাম বাড়বে না কমবে, তা জানতে ভোক্তাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিএ/এমআর