ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেছেন।
সঞ্চালকের প্রশ্নের জবাবে পরীমণি জানান, তিনি বর্তমানে সিঙ্গেল নন। প্রেম অনুভূতি তার জীবনে সর্বদা থাকে। তিনি জীবনকালে একবার বিয়ে করেছেন।
অভিনয় ক্যারিয়ার শুরুর আগে তিনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইল মারা যাওয়ার পর সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। এই প্রসঙ্গে পরীমণি বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”
শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে তিনি বলেন, “আমার জীবনে কিছুই ভুল নয়, সবকিছুই অভিজ্ঞতা।” এছাড়াও মজার ছলে পরীমণি জানিয়েছেন, ছোটবেলা থেকে তিনি এক ডজন বিয়ে করার কথা ভাবতেন—যেটি সামাজিক মাধ্যমে গুঞ্জনের সূত্রে ছড়িয়েছে।
সিএ/এমআর