হিমালয় অঞ্চলের দেশ নেপালে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
শান্তি মাহাত জানান, “শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায়। সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা ঘটেছে। এই দুর্যোগে নিহত হয়েছেন ৫১ জন এবং এখনও ৪ জন নিখোঁজ।”
নিহতদের মধ্যে ৪২ জন পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের, যেখানে ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেন, “রাস্তা বন্ধ হওয়ায় উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে। সেনা ও উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে তৎপরতা চালাচ্ছেন।” বাকি নিহতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট ও খোটাং জেলার বাসিন্দা।
রাজধানী কাঠমান্ডুর নদীগুলোতে পানির মাত্রা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী এলাকায় প্লাবন দেখা দিয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করছে।
বর্ষণ ও ভূমিধসের কারণে শত শত পর্যটক, যার মধ্যে অনেক ভারতীয়, হোটেলগুলোতে আটকা পড়েছেন। তারা নেপালে সনাতন ধর্মাবলম্বীদের দশিন উৎসব উদযাপন করতে এসেছিলেন।
সিএ/এমআর