ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে ফ্রিডম ফ্লোটিলার ১১টি জাহাজ। এতে রয়েছেন ১৭০ জন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী। শনিবার এক বিবৃতিতে ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, নৌবহরটি গ্রিক দ্বীপ ছেড়ে বর্তমানে মিশরের মার্সা মাতরুহের উত্তরে অবস্থান করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নৌবহরটি গাজা উপকূলে পৌঁছাতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তুর্কি প্রতিনিধিরা জানিয়েছেন, গাজার জলসীমায় প্রবেশের জন্য তারা প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের হাতে আটক গাজাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজের ১৩৭ জন যাত্রীকে শনিবার তুরস্কে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড ও তিউনিশিয়ার নাগরিকও রয়েছেন। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এর আগে শুক্রবার আরও চারজনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। তবে এখনও বেশ কয়েকজন কর্মীকে ইসরায়েলের কারাগারে আটকে রাখা হয়েছে।
আন্তর্জাতিক মহল ফ্রিডম ফ্লোটিলার যাত্রা ঘিরে গভীর আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নৌবহর গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছানোর এক ঐতিহাসিক প্রচেষ্টা।
সিএ/এমআরএফ