ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধে মাঠপর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য প্রতিটি কর অঞ্চলে বিশেষ গোয়েন্দা ও তদন্ত টিম গঠনের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
শনিবার এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় টিম গঠনের পদ্ধতি, কার্যক্রম পরিচালনার নিয়ম, সুপারিশ প্রণয়নের ভিত্তি এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধারের অনুমোদন প্রক্রিয়া বিস্তারিতভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, আয়কর নথিতে ঘষা-মাজা বা অসঙ্গতি, অস্বাভাবিক করমুক্ত আয় প্রদর্শন এবং করযোগ্য আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ দেখানোসহ নানা অনিয়মের ক্ষেত্রে তদন্ত শুরু করবে সংশ্লিষ্ট টিম।
তদন্ত পর্যায়ে সুনির্দিষ্ট প্রমাণ মিললে রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমের জন্য গোয়েন্দা ও তদন্ত কমিটির অনুমোদন নিতে হবে। স্পষ্ট তথ্য থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেট আইনানুগ ব্যবস্থা নিয়ে রাজস্ব আদায় নিশ্চিত করবে।
প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে তদন্ত কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি ও আদায়ের বিস্তারিত তথ্য ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠাতে হবে।
এনবিআর আশা করছে, এ উদ্যোগের ফলে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সহজ হবে, কর ফাঁকির প্রবণতা কমবে এবং দেশে একটি সুষ্ঠু কর সংস্কৃতি গড়ে উঠবে।
সিএ/এমআরএ