সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হারুন সরদার নূর নবী সরদার ভাগ্যের চাকা ঘুরিয়ে লটারিতে জিতেছেন ২ কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা। শুক্রবার (৩ অক্টোবর) ‘বিগ টিকিট আবুধাবি’র র্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
৪৪ বছর বয়সী ট্যাক্সিচালক হারুন গত ১৪ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন। অনুষ্ঠানে উপস্থাপক রিচার্ড ও বোচরা তাকে ফোনে খবরটি জানান। এ সময় তিনি বিস্মিত হয়ে শুধু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে।’
তবে পুরো অর্থ একা পাচ্ছেন না তিনি। মোট ১১ জনের জন্য টিকিট কেনা হয়েছিল। তাই পুরস্কারের অর্থ সবাই ভাগাভাগি করে নেবেন।
হারুন ২০০৯ সাল থেকে ইউএইতে বসবাস করছেন। পরিবারের ভরণপোষণ চালাতে তিনি প্রতি মাসেই লটারির টিকিট কিনতেন। অবশেষে তার দীর্ঘদিনের আশা পূরণ হলো।
হারুন ছাড়াও আরও কয়েকজন বাংলাদেশি এবারের বিগ টিকিট লটারিতে পুরস্কার জিতেছেন। তাঁদের একজন আলী হুসাইন আলী, যিনি ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) পেয়েছেন। এছাড়া ‘স্পিন দ্য হুইল’ এ জেতা চারজনের একজন জাজরুল ইসলাম ফকির আহমেদ দেড় লাখ দিরহাম (৪৯ লাখ ৭৫ হাজার টাকা) ভাগ করে নেবেন।
অন্যদিকে শারজাহ শহরের আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী জিতেছেন একটি বিলাসবহুল গাড়ি ‘রেঞ্জ রোভার ভেলার’।