এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট ফাইনালে মাঠে ভারত জিতলেও ট্রফি হাতে তুলে নিতে পারেনি তারা। পাকিস্তানের কাছে হারের পর চূড়ান্ত মুহূর্তে ট্রফি প্রদানের আয়োজনকে ঘিরে ঘটে বিব্রতকর নাটকীয়তা। ফাইনালের আনুষ্ঠানিক প্রেজেন্টেশন অনুষ্ঠান বাতিল ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা। ফলে খালি হাতেই মাঠ ছাড়ে ভারতীয় দল।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংস্থাটির চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, কেবল নিজের হাতে ভারতের ক্রিকেটারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়ার অনুষ্ঠান আয়োজন করা হলে ভারতকে ট্রফি প্রদান করবেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়া কাপের ট্রফি বর্তমানে দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রাখা আছে। এটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে এবং আইসিসির সদর দপ্তরের কাছেই অবস্থিত।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, নাকভি ইতোমধ্যেই জানিয়েছেন, তিনি অনুষ্ঠান আয়োজন ছাড়া ট্রফি হস্তান্তর করবেন না। ফলে চ্যাম্পিয়ন ভারতকে এখনো অপেক্ষা করতে হচ্ছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ভারতের এই শর্ত মানার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। তাই কবে, কোথায় এই অনুষ্ঠান হবে বা আদৌ হবে কিনা, তা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে উল্লাসে মাতে ভারতীয় শিবির। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে তিনবার সালমান আলিদের হারালেন শুভমান গিলরা।
সিএ/এমআরএফ