মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় চালু হওয়া ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্মকে মাইলফলক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার মানব পাচারের মতো জঘন্য অপরাধ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। পাচারের শিকাররা মানসিক আঘাত, শোষণ এবং সামাজিক বর্জনের শিকার হন। তাই তাদের জন্য সময়োপযোগী সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। এ কারণেই ডিজিটাল এনআরএম প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, আইজিপি বাহারুল আলম বিপিএম এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মো. জসীম উদ্দিন খান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনআরএম প্ল্যাটফর্ম ভুক্তভোগীদের শনাক্তকরণ, অনুমোদিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ এবং কেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত রেফারেল নিশ্চিত করবে। ফলে সমন্বয় বাড়বে, দক্ষতা বৃদ্ধি পাবে এবং জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাংলাদেশের ভুক্তভোগী-কেন্দ্রিক সেবা ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে।
সরকার ইতোমধ্যেই মানব পাচার প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে:
- ২০২৬-২০৩০ সালের জন্য মানব পাচারবিরোধী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন
- সিআইডিতে বিশেষ তদন্ত ইউনিট প্রতিষ্ঠা
- নতুন টিআইপি (Trafficking in Persons) রিপোর্টিং ও প্রত্যাবাসন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু
- পুলিশ কর্মকর্তাদের জন্য তদন্ত নির্দেশিকা প্রবর্তন
- ভিকটিম শনাক্তকরণ নির্দেশিকা বাধ্যতামূলক করা
ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবিলায় যে পদক্ষেপগুলো নিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় তা ইতিবাচকভাবে দেখছে। এনআরএম প্ল্যাটফর্ম শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে।
অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাওয়া অভিবাসীদের সুরক্ষার ক্ষেত্রে এনআরএম বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখবে।
উপস্থিত বিশ্লেষকরা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম চালু করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে ভুক্তভোগীদের সহায়তা আরও সহজলভ্য ও কার্যকর হবে।
সিএ/এমআরএফ


