বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। বহু বছর প্রেমের পর অবশেষে তারা নিজেদের সম্পর্ককে নতুন এক ধাপে নিয়ে গেলেন।
৩১ বছর বয়সী জর্জিনা সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই সুখবরটি জানান। ছবিতে দেখা যায়, তার আঙুলে ঝলমল করছে একটি বড় আকারের আংটি। ছবির ক্যাপশনে স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন, “হ্যাঁ, রাজি আছি। এ জীবনে ও সব জীবনে।”
দীর্ঘ প্রেম, একসঙ্গে গড়া পরিবার
জর্জিনা ও ৪০ বছর বয়সী রোনালদোর একসঙ্গে দুই কন্যাসন্তান রয়েছে। এছাড়া রোনালদোর অন্য তিন সন্তানকেও তিনি স্নেহ ও যত্নে বড় করে তুলছেন।
তবে এই দম্পতি জীবনে বড় একটি ট্র্যাজেডির মুখোমুখি হয়েছিলেন ২০২২ সালে — যখন তাদের যমজ পুত্রসন্তানের একজন জন্মের পরপরই মারা যায়। সেই সময় জর্জিনা ও রোনালদো দুজনই সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।
এক দোকান থেকে প্রেমের শুরু
এই প্রেমকাহিনির শুরু ২০১৬ সালে। তখন রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন আর জর্জিনা কাজ করতেন মাদ্রিদের একটি গুচি দোকানে। সেখানেই প্রথম দেখা হয় তাদের। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয় এবং কয়েক বছরের মধ্যেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন।
রোনালদো ও জর্জিনার সম্পর্ক সবসময়ই গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে থেকেছে। একসঙ্গে ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান এবং সন্তানদের সঙ্গে সময় কাটানোর অসংখ্য মুহূর্ত তারা নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
নতুন অধ্যায়ের পথে
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করলেও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটিতে তিনি সম্প্রতি পৌঁছালেন।
জর্জিনা ও রোনালদোর বাগদানের এই খবর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফুটবলের মাঠের তারকা এখন ব্যক্তিগত জীবনেও আরও স্থায়ী সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন। তাদের অনুরাগীরা আশা করছেন, খুব শিগগিরই এই জুটিকে বিয়ের বন্ধনেও দেখা যাবে।