সরকারি ছাড়পত্র না মেলায় চীন সফর অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের
সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় চীনে উচ্চশিক্ষা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দর আলীর।
শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় শাবিপ্রবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান ও গঞ্জু প্রদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সফরের কর্মসূচি রয়েছে। সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজের নেতৃত্বে গঠিত ২০ সদস্যের প্রতিনিধিদল। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরে চীনা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং চুক্তিপত্র স্বাক্ষরেরও কথা রয়েছে।
প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিতে গত জুন মাসে সংশ্লিষ্টরা সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেন। অধিকাংশ সদস্য ইতিমধ্যে ছাড়পত্র পেলেও শাবিপ্রবি ও কুবি উপাচার্যের ছাড়পত্র এখনো মঞ্জুর হয়নি, ফলে তাঁদের সফরে অংশ নেওয়া অনিশ্চয়তায় পড়েছে।
এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক হায়দর আলী জানান, “গত ২৫ জুন আবেদন করেছি, কিন্তু এখনো অনুমোদন আসেনি।” শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “২৩ জুন আবেদন করেছি। এখনো জিও পাইনি। আমরা অপেক্ষায় আছি। অনুমোদন পেলে সফরে অংশ নেব।”
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার জানান, “বিষয়টি আমরা ইতিমধ্যে সামারি আকারে তৈরি করেছি। তবে চ্যান্সেলরের (রাষ্ট্রপতির) অনুমোদন এখনো পাওয়া যায়নি। অনুমোদন না থাকায় ছাড়পত্র জারি করা সম্ভব হয়নি।”
চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট দুই উপাচার্য, যা না পেলে তাঁরা দেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও উন্নয়ন সংক্রান্ত এ সফরে অংশ নিতে পারবেন না।