Home অর্থনীতি বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

0

বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৮৩০ কোটি টাকা। এই অর্থ বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার,  দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে ব্যয় করা হবে।
গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির পক্ষে সই করেন কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।

চুক্তি সই অনুষ্ঠানে হো ইউন জিয়ং বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্য বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা পাঁচটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি। সেগুলো হলো– যন্ত্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষি। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এ কর্মসূচি। এটি সরকারের সমন্বিত টিভিইটি উন্নয়ন কর্মপরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত।

‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির আওতায় এই অর্থ খরচ হবে। ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ থেকে ২০২৯ মেয়াদে বাস্তবায়িতব্য এই কর্মসূচির মোট অনুমোদিত ব্যয় ১৬ কোটি ৭৪ লাখ ডলার, যার মধ্যে এডিবি দেবে ১৫ কোটি ডলার। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার। এডিবির এই ঋণ পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এর বার্ষিক সুদের হার ২ শতাংশ।

এডিবি জানিয়েছে, কর্মসূচি শেষে অন্তত ১০ হাজার নতুন ও বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) নেওয়া শিক্ষকের দক্ষতা বাড়বে, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া, সারাদেশে ধারাবাহিক পেশাগত উন্নয়নের একটি জাতীয় ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে বাংলাদেশের টিভিইটির মান ও প্রাসঙ্গিকতা দীর্ঘ মেয়াদে বজায় থাকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version