- সাবিত রেজা
ভূল’ লিখেই ভুল এর শুরু করলাম। হা আজকে সব ভুল হবে। জীবনটাই তো ভুলের।আমাদের ভুলেই জন্ম, আবার ভুলেই মৃত্যু। কারে আর মন্দ বলবেন সবাই তো ভুলেই ভুল করে। কেননা আপনি নিজেই তো ভুল মানুষের দলে। কি কথা গুলা গায়ে লাগছে? একটু লাগতে দেন। ভুলে ভরা জীবন টা তো বেশ উপভোগ করছেন! আমাদের এই জগৎ সংসারে ভুলেই বসবাস। আমরা ভুল মানুষের সাথে করি ভুলের নতুন চাষ। আমরা ভুলেই ভুল করি, ভুলেই ভালো থাকি। যা কিছু করি তা ভুলেই সম্পাদন করি। সব তো ভুলের মিথ্যা আশা করি।
ভুল হতাশায় সময় পার করি। ভুল এর মিছিলে নিজেরা গা ভাসিয়ে দেই। ভুলে, ভুলে থাকি ভুলের অন্ধকারে। সেই ভুলের মাঝেই খুঁজি আলোময় জীবন। এই ভুলের জীবন যাচ্ছে চলে ভুলেরি মাশুল গুনতে গুনতে।
এই ভুলে ভরা জীবন তো ভুল মোবিলে চলে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে আর ভুল করা যাবে না। এই ভুলে ভরা জীবনকে সঠিক পথ দেখাতে হবে।