সরকারি_ও_বেসরকারি_চাকরিদাতার_উদ্দশ্যে_কিছু_কথাঃ
- জাহিদুল ইসলাম
লেখাটি চাকরি প্রত্যাশী তরুনদের আত্মনার্দ নিয়ে। বিগত কয়েক বছর সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী তরুনদের চাকরি বিজ্ঞপ্তি দেয়ার পর পরীক্ষা হয়। আসলে পরীক্ষাটা একটা নাটক। বুঝলেন না? বুঝিয়ে বলি।পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই চাকরিটা যার হবে সে জেনে যায়,জানে না শুধু অন্য প্রার্থীরা,এরা নাটকের অংশীদার।
চাকরির পরীক্ষার নামে নাটক সাজায়। চাকরিদাতারা আপনারা কি ভাবছেন? যাদেরকে আপনাদের নাটকের অংশীদার বানান তারা কত কষ্ট করে চাকরির আশায়,মা-বাবার মুখে দুমুঠো ভাত তুলে দেবার আশায় অনেক টাকা খরচ করে পরীক্ষায় অংশ নেয়।ভাবছেন অনেক টাকা! এ টাকা আপনার কাছে কিছুই মনে না হতে পারে। তবে শিক্ষিত বেকার ছেলেটার কাছে অনেক কিছুই।
আপনারা তার চেয়ে ভালো আগেই মোবাইল করে জানিয়ে দেন যে আপনি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে না। অথবা আরেকটি কাজ করা যেতে পারে পরীক্ষার নামে সাজানো নাটক শেষে যাদের চাকরি হবে না তাদেরকে খামের ভেতর করে যাতায়াত ভাতা + খাবারের খরচটা দিয়ে দিলেই তো হয়। তাহলে অন্তত তাদের লোকসান হবে না বরং নাটকের একটা অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে হবে।
এবার আসি,বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়েঃ এই পরীক্ষায় পাশ করেও চাকরি হয় না,যদিও এটা চাকরির পরীক্ষা। পুরাই হাস্যকর বিষয়! তাছাড়া বর্তমানে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ দিবে বলে NTRCA নিজেদের হাতে নিয়োগ তুলে নেয়। এই সিদ্ধান্তকে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী সাধুবাদ জানিয়েছে। এরপর শুরু হলো NTRCA এর বোবা নাটক। ভালো মার্কস পেলে ও উপজেলায় পোস্ট খালি না থাকলে যত ভালোই পরীক্ষা দেন আপনি পাশ করতে পারবেন না। এটা কোন নিয়ম হলো? পোস্ট খালি নাই তাহলে পরীক্ষা নেন কেন?একটা পরীক্ষা দিতে আমাদের কত টাকা খরচ হয় একবার ভেবে দেখছেন?
প্রিলি পরীক্ষার জন্য ৩০০/৩৫০ টাকা টেলিটক সিমের মাধ্যমে দেয়া,বই ক্রয়,যাতায়াত খরচ,পরীক্ষা দেয়ার জন্য ভালো জামা ও প্যান্ট,কলম,স্কেল ইত্যাদি। রিটেন পরীক্ষায় আবার নতুন বই,যাতায়াত খরচ,শ্রম ইত্যাদি এতকিছু করার পর ভালো পরীক্ষা দেয়ার পর একবুক আশা নিয়ে দিনাতিপাত করে। অবশেষে রেজাল্ট দেয়ার পর সব আশা ধূলিৎসাত হয়,উপজেলায় পোস্ট খালি নেই বলে। এ কথা সার্কুলারে উল্লেখ করলে তো আর বেকারদের সাথে নাটক হবে না।
এভাবে বর্তমানে সকল চাকরির পরীক্ষাতে বেকারদেরকে নাটকের অংশীদার বানিয়ে তাদেরকে নাটক করা বাবদ সম্মানীটা ও দিচ্ছে না। এ নাটক কবে শেষ হবে? চাকরি নিয়ে ছেলেখেলা বন্ধ করা হোক