ঢাকার সাভারে মাদক সেবনের সময় ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ১২ বছর বয়সী এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত মো. রাব্বানী মোল্লা (১৮)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বানী হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাব্বানীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রামবাড়ি এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাসার নিচে খেলতে বের হয় শিশুটি। এরপর সে আর ফিরে না আসায় পরদিন সকালে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই দিনই একটি অজ্ঞাত নম্বর থেকে শিশুটির বাবার কাছে প্রথমে ৩০ হাজার এবং পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম জানান, শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, “রাব্বানী ও শিশুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা একসঙ্গে গাঁজা সেবনের সময় মাদকের ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রাব্বানী ছুরি দিয়ে শিশুটিকে আঘাত করে হত্যা করে।”
শিশুটির বাবা জানান, তাঁর ছেলে বাসার নিচে খেলছিল। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরদিন থানায় অভিযোগ জানান। তিনি দাবি করেন, “রাব্বানীর একার পক্ষে এ হত্যাকাণ্ড চালানো সম্ভব নয়। এ ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।