রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ওই গ্রামের এক কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে আটক হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কিশোরকে থানায় নেওয়ার পর থেকেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই একাধিক মিছিল হয় এবং এক পর্যায়ে হামলা চালানো হয় তার এক স্বজনের বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরদিন রোববার বিকেলে পুনরায় উত্তেজিত জনতা হামলা চালালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর হয়। পুলিশের বাধা দেওয়ার চেষ্টায় সংঘর্ষ বাধে, এতে এক কনস্টেবল গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।