মাদক সেবনে বাধা দেয়ায় শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন মৃধাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। প্যানেল মেয়র আলমগীর জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাটছিলেন তিনি। এ সময় পেছন থেকে কয়েকজন মাদকসেবি তার উপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে তাকে পেটাতে থাকেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা বেশি ভালো না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে।
হামলাকারীদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।