Thursday, July 3, 2025
30.5 C
Dhaka

ঢাকায় প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ রিয়াল ছিনতাই, আটক ৬ পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের পাঁচ লাখ রিয়েল লুটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় পল্টন অফিস থেকে একটি প্রাইভেটকারে করে ওই রিয়াল উত্তরায় নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় গোয়েন্দা তেজগাঁও বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের যৌথ অভিযানে ওই সৌদি রিয়াল বহনে প্রাইভেটকারে থাকা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মচারী তুহিনসহ ছয়জনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছে থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল জব্দ করা হয়েছে।

ওই মানি এক্সচেঞ্জ অফিসের তুহিন নামে এক কর্মচারীর সহযোগিতায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঠান্ডু মিয়া নামে এক ব্রোকারের মানি এক্সচেঞ্জের ব্যবসার সৌদি ৫ লাখ রিয়াল পল্টন অফিস থেকে নেওয়া হচ্ছিল উত্তরায়। পথিমধ্যে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে বেশ কয়েকজন অস্ত্রের মুখে ওই প্রাইভেটকারটি জিম্মি করে। গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানটির তুহিন নামে এক কর্মচারী। এ ডাকাতির ঘটনায় লুট করা হয় পাঁচ লাখ রিয়েল, যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা।

তিনি আরও বলেন, খবর পাওয়ার পর মানি এক্সচেঞ্জের মালিক ঠান্ডু মিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ যৌথভাবে অভিযানে নামে। তুহিনকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের মুখে জিম্মি নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভিন্ন স্থানে রাতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তুহিনসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার রিয়াল।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলার প্রস্তুতি চলছে, পাশাপাশি জড়িত অপর আসামিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি সৌদি রিয়াল উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। মামলার পর আটক ছয়জনেক গ্রেফতার দেখানো হবে। আটকদের ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে ডাকাতির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি: পেন্টাগনের মূল্যায়নে কী উঠে এল

ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই...

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কোথায় আটকে আছে?

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: অগ্রগতি হলেও জট কাটেনি ৯ জুলাইয়ের আগেই...

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে চোখ ধাঁধানো মহাজাগতিক দৃশ্যপট

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে মহাবিশ্বের দুর্লভ সব দৃশ্য বাংলা...

তাইজুল ছাড়া সবার জন্য র‍্যাঙ্কিং যেন দুঃসংবাদ

কলম্বো টেস্টে বড় হার, র‍্যাঙ্কিংয়েও ধস বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো...

নববর্ষে ড্রোন শো পরিচালনাকারী কোম্পানির ভ্যাট মওকুফ করেছে সরকার

বাংলা নববর্ষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখে রাজধানীর মানিক মিয়া...

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা...

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে লবণসহিষ্ণু গমের নতুন জাত জিএইউ গম ১’ উদ্ভাবন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ উচ্চ লবণসহিষ্ণু গমের নতুন...

এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় দায়িত্ব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img