এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রংপুরে একজন আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। এছাড়া একই কারণে আরও ছয় পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, রংপুরের বিভিন্ন জায়গায় এসএসসিতে আশানুরুপ ফল না পাওয়ায় কেউ বিষপানে আবার কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এদের মধ্যে সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র আরও জানায়, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোকেয়া বেগম নামের এক পরীক্ষার্থী। সে রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আজহারুল ইসলামের মেয়ে।
হাসাপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে রংপুর সিটি করপোরেশনের উত্তর হাজিরহাট এলাকার মহিদুল ইসলামের মেয়ে খাদিজা বেগম, দেওডোবা এলাকার রইচ উদ্দিনের মেয়ে শারমিন আক্তার, গঙ্গাচড়া এলাকার তাইজুল ইসলামের মেয়ে তানজিনা আক্তার, পীরগাছা উপজেলার আবদুস ছালামের মেয়ে সমাপ্তি, নগরীর সেনপাড়ার অলক রায়ের মেয়ে প্রীতি রায় এবং রংপুর নগরীর তাজহাট এলাকার গনেশ রায়ের মেয়ে শিবা রানীকে।
সহকারী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান জানান, এসএসসিতে ফলাফল ভাল না হওয়ায় মনের ক্ষোভে তারা আত্মহত্যার চেষ্টা করে। এদের মধ্যে একজন মারা গেছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।