বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ওয়াশিংটনে শুল্ক কমানোর আলোচনায় বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল ও সদস্যরা এই অঙ্গীকার করেন। সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যার প্রতি বিটিএমএ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিটিএমএ পক্ষে প্রতিনিধিদলে ছিলেন মোশারফ কম্পোজিট, এশিয়া কম্পোজিট ও সালমা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। সফরের সময় তারা ইউএস চেম্বার অব কমার্স এবং মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন, যেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।