২০২৫-২৬ কর বছরের প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিয়েছেন ১০ হাজার ২০২ জন করদাতা, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
গত সোমবার (৪ আগস্ট) অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর অনলাইন রিটার্ন দাখিল কার্যক্রমের প্রথম দিনে (৯ সেপ্টেম্বর) রিটার্ন জমা দিয়েছিলেন ২ হাজার ৩৪৪ জন করদাতা। সেই তুলনায় এবারের প্রথম দিনেই প্রায় পাঁচ গুণ বেশি রিটার্ন জমা পড়েছে।
উল্লেখ্য, এনবিআর গত ৩ আগস্ট এক বিশেষ আদেশে জানায়, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধিদের ব্যতীত— দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে (www.etaxnbr.gov.bd) রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।