পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্রাম জেলায় নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় দেশটির ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
রয়টার্স জানায়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যবর্তী সময়ে আফগানিস্তান সীমান্তসংলগ্ন এ জেলায় হামলাটি ঘটে। একসময় উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।
হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে তল্লাশি ও অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।
সিএ/এএ


