রাশেদুল ইসলাম ||
মানবতার মহান মুক্তিদূত ও ইসলামের সর্বশেষ রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর দুনিয়ায় আগমনকে উপলক্ষ করে প্রতি বছর বিশ্বব্যাপী ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় জিএএম চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ (জিএএমসিইউসি) ছাত্র সংসদের উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।
আজ ২৪শে নভেম্বর শনিবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেহেদীবাগস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত ধর্মীয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ জেড শাহাবুদ্দিন। ১ম ব্যাচের শিক্ষার্থী মোঃ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের কোর্স ইন্সট্রাক্টর মোঃ ফোরকান মিয়া। অনুষ্ঠানে কলেজের প্রভাষক মোঃ ওহিদ চৌধুরী ও ছাত্রসংসদের পক্ষ হতে সহ-সভাপতি সুহেইম উল আলম স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ, নাত ও গজল পরিবেশন করেন। সবশেষে কলেজ অধ্যক্ষের সমাপনী বক্তব্যের পর দোয়া ও মুনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।