স্টাফ রিপোর্টার, বাইসাইকেল হোক সমাধান’ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব বাইসাইকেল দিবস।
আজ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস।
জাতিসংঘের ১৯৩ টি দেশ মিলে গত ১২ এপ্রিল সাধারণ সভায় ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস ঘোষণা করেন। সাইক্লিং যেমন আমাদের কে সুস্থতা ও সক্ষমতা বৃদ্ধি করছে তেমনি আমাদের পরিবেশ কে দূষণ হয়া থেকেও রক্ষা করছে। বাংলাদেশের অনেকের কাছেই এখন সাইক্লিং অনেক জনপ্রিয় হয়ে উঠছে। গতকাল ২ জুন বাংলাদেশে উদযাপন করা হয় বিশ্ব সাইক্লিং দিবস।
ইউএনডিপি বাংলাদেশ,বিডিসাইক্লিস্ট,রাজউক,ডিএনসিসি,
ডিটিসিএ যৌথভাবে ভাবে এই দিবস টি উদযাপন করেন
এই সময় সাইক্লিস্টরা সবাই একসাথে অঙ্গীকার করেন সপ্তাহে একদিন তারা সাইকেলে যাতায়াত করবেন এবং সকলে একসাথে একটি বোর্ডে স্বাক্ষর করেন। ছোট একটি আলোচনা শেষে ৩০০ সাইক্লিস্টি মিলে একটি ছোট রাইডে অংশ নেন যা মানিক মিয়া থেকে ফার্মগেট হয়ে বিজয় স্মরনী হয়ে আবার মানিক মিয়াতে শেষ হয়