Saturday, April 26, 2025
31 C
Dhaka

মেঘ-পাঁচালী পর্ব ১ঃ আকাশের যত মেঘ!

মেঘ শব্দটা শুনলেই আমাদের চোখে ফকফকে সাদা, স্বর্গীয় পরির মত সুন্দরী এবং তুলার মত ঘন মত ছড়িয়ে থাকা কিছু বস্তু ভেসে উঠে, যার কথা চিন্তা করলেই মন ফুরফুরে হয়ে যায়, যা দেখলে খালি নাচতে মন চায়, মনের মধ্যে কবিতা ভেসে উঠে, তা-ই হল মেঘ।

এরকম মেঘের কদর বড্ড বেশি। নীলাকাশকে অন্যরকম নীল দেখাতে মেঘ যেন এক গয়নার ন্যায় কাজ করে, তার সাদা সাদা পাখা দিয়ে নিস্তেজ অভ্রকে জীবন্ত করে দেয়, তখন সেই রঙ্গিন নঃভে কার না তাকিয়ে দিন কাটাতে মন চায়? মনে হয় যেন স্বর্গে এসেছি!

কিন্তু আবার মেঘগুলো কেন জানি রাগ করে, গোমড়া হয়ে থাকে! কি জানি কেন, শুভ্র গগণের সাথে বোধহয় গাট্টি করে আমাদের উপর রাগ ঝাড়তে পারে। তখন এই মেঘ-মাসির দলেরাই সারা পৃথিবীকে কাঁদায়। তখন আমাদেরও মনে কেমন জানি লাগে। কি করব, আজ যে মাসি রাগ করেছে। কিন্তু কেন এমন করছে?

মেঘ-মাসিকে তখন মনে হয় যেন তাকে চিনলামই না কখন। সে যেন আর বন্ধু হতে চায় না। আসলে আমরা মাসিকে চিনিই না। মেঘ-মাসির যে কত বোন আছে তা আমরা জানিই না। তাইতো একেক সময়ে একেক মাসির সাথে অনেক সময় খাপ খাওয়াতে পারি না।

তবে ভাবনার কিছু নেই। আমাদের এই মেঘ-মাসিরা আসলে ৫টি ভিন্ন পরিবারের সদস্য। তাদের পরিয়ারের নাম হল- স্ট্র্যাটিরূপ, সিরিরূপ, স্ট্র্যাটো কিউমুলিরূপ, কিউমুলিরূপ, কিউমুলি নিম্বরূপ । এই ৫টি পরিবারে আবার কিছু সন্তান আছে। তারা আবার অন্য পরিবার থেকে ভিন্ন, তবে একই পরিবারের মধ্যে বোনের চেহারা অনেকটাই এক!

এবার তবে তাদের পরিচয় জানা যাক?

টিরূপ (Stratiform :

এই পরিবারের সদস্যরা খুব বেশি উচ্চতায় থাকে না। তারা সাধারণত বায়ুর ‘ট্রপমণ্ডলে’ নিম্ন, মধ্য ও উঁচু স্তরে ঘুরে বেড়ায়। এরা পরদে পরদে সুবিন্যস্ত থাকে। এই পরিবারে চার সদস্য রয়েছে-

  • অলকাস্তর মেঘ (cirrostratus)
আকাশে অলকাস্তর মেঘ।

এরা ট্রপমণ্ডল এর উচ্চসীমায় অবস্থান করে (১৮০০০-৪৩০০০ ফুট উচ্চতায় এদের অবস্থান)। অনেক সময় সূর্য বা চাঁদের চারপাশে পরিবেষ্টিত যে ‘হ্যালো’ দেখা যায় সেটি এই মেঘের কারণে হয়। এই মেঘ আকাশে দেখা দিলে ঐ এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে।

  • অল্টোস্ট্র্যাটাস (altostratus)
আকাশে অল্টোস্ট্র্যাটাস মেঘ

এই ধরনের মেঘের রং ঘোলাটে, ধূসর বা নীলচে-ধূসর হয়ে থাকে। এরা ট্রপমণ্ডল এর মধ্যবর্তী স্তরে অবস্থান করে (৭০০০-২৩০০০ ফুট)। এরূপ মেঘ একটানা বৃষ্টির আভাস দেয়; তাই এদের এক ধরনের বৃষ্টির মেঘ বলা যায়।

  • স্তরমেঘ (Stratus)
আকাশে স্তরমেঘ

এরা ভূপৃষ্ঠ হতে সবচেয়ে কাছে অবস্থান করে (০-৭০০০ ফুট)। এরা অনেক পাতলা এবং হালকা, যার ফলে এগুলো পাহাড়-পর্বতে ঘুরে বেরালে কুয়াশার মত দেখায়। অধিক পাতলা হওয়ায় এরা কোন বৃষ্টির সম্ভাবনা আনে না।

নিম্বোস্ট্র্যাটাস (nimbostratus)

আকাশে নিম্বোস্ট্র্যাটাস মেঘ। 

সাধারণ বৃষ্টিপাতে আমরা এই মেঘ দেখি। এরূপ মেঘ অপেক্ষাকৃত ভাবে ঘন হয়। তবে বেশি ঘন হলে তা ঝড়ের মেঘ এবং আরও বেশি ঘন হলে তুষারপাতের মেঘে রূপ নিতে পারে।

 

সিরিরূপ (Cirriform)

এই পরিবারে শুধু মাত্র একজন সদস্য রয়েছে। তবে এই মাসি আমাদের দেশে থাকেন না। এই মাসির একটু ঠাণ্ডা ভাল লাগে তো, তাই যেখানে বরফ পড়ে, সেইখান দিয়ে তিনি ঘুরে বেরান। এই পরিবারের মাসির নাম-

  • সিরাস (cirrus)
সিরাস মেঘ 

এরা উচ্চস্তরের মেঘ। আকাশের উচ্চতায় ১৬০০০-৪৫০০০ ফুট পর্যন্ত স্থানে এরা ঘুরে বেড়ায়। অন্য মেঘ যেমন পানির কণা দিয়ে তৈরি, এই মেঘ সৃষ্টি হয় বরফের কণা থেকে। এদের থেকে কখন তুষারপাত হয় না। প্রাকৃতিক বিভিন্ন ইন্দ্রি়গ্রাহ্য বিস্ময়ের ভূত অনেক সময় এই মেঘেই হয়। যেমনঃ ‘সারকাম হরাইজোন্টাল আর্ক’

 

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img