Wednesday, July 9, 2025
25 C
Dhaka

সামুদ্রিক যত অজানা আশ্চর্য ভান্ডার

ফারহানা ইসলাম

সমুদ্রে তলদেশ তথা পুরো সমুদ্রতেই রয়েছে অজানা সব আশ্চর্য ভান্ডার।সেই সকল গুহা,দ্বীপ নিয়ে আজকে জানব।

1/সূরের গুহা (Cave of Melody):
এর অবস্হান স্কটল্যন্ডের পশ্চিম উপকূলের
মানব বসতিহীন দ্বীপ স্টাফা এর পাশে।
সূরের গুহা নামটি গ্যালিক নাম ‘উয়াম
বিন’ ফিন্গএলস’ থেকে অনুবাদ করা এই
ফিন্গএলস গুহাটিই সূরের গুহা নামে
পরিচিত।এই গুহাটি চটকদার ষড়ভূজ
আকৃতির ব্যাসাল্ট পাথর থেকে
গঠিত,দেখলে মনে হয় এটি মানূষের তৈরী।
আগ্নেয়গিরির লাভা প্রবাহ সমুদ্রের
পানির মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময়
এই লাভা ঠান্ডা হয়ে এই রকম আকৃতি
ধারন করে।এই লাভা প্রবাহ শুধূ এই গুহা নয়
স্কটল্যান্ডের আশ্চর্যজনক জায়ান্ট
কজওয়ে তৈরী করে।এই গুটির ভিতরের গঠন
এমন যে এর ভিতর দিয়ে যখন বাতাস
চলাচল করে তখন এই গুহা থেকে অদ্ভূত শব্দ
বের হয় যার কারনে এর নাম সূরের গুহা।
2/সী লায়ন গুহা (Sea Lion Cave):
এই গুহাটি ব্যাসল্ট পাথরের তৈরী।এটি
মার্কিন যূক্তরাস্ট্রের অরিগন
অন্গরাজ্যে অবস্হিত।এই গুহার ভিতরে
প্রচুর সী লায়ন বাস করে যার কারনে এই
নামকরন।এই গুহাটি একটি প্রধান সড়কের
নীচে অবস্হিত,এই গুহার ভিতরে
পর্যটকদের যাবার জন্য সিড়ি তৈরী করা
হয়েছে।
3/আলোফাগা ব্লো হোলস (Alofaaga
Blowholes):
এটি ঠিক সামুদ্রিক গুহার মত নয়,এটি
আসলে আগ্নেয়শীলা দ্বারা তৈরী
পানির নীচে একটি গুহা।এবং সমুদ্রের
পারে এই গুহার অনেক গুলো মুখ আছে
ছড়ানো অবস্হায় থাকে।সমুদ্রের পানি
প্রচন্ড বেগে যখন এই গুহার ভিতরে ঢোকে
তখন এর সাথে যে বাতাস ঢোকে সেই
বাতাস প্রচন্ড গরম হয়ে যায়, এবং
পানিকে প্রচন্ড বেগে ধ্বাক্কা দেয়, তখন
এই পানি উপরে থাকা ছোট গর্ত দিয়ে
ঝরনার মত ছিটকে অনেক দূর পর্যন্ত উঠে
যায়। এবং
হঠাৎ দেখলে মনে হবে হবে উন্ষপ্রসবন
(গেইসার)।এটি দক্ষিন প্যাসেফিকে
স্যামন দ্বীপে অবস্হিত।
4/ব্লু গ্রোটটো (Blue Grotto):
ইতালির উপকূলীয় দ্বীপ ক্যাপরীর কাছে
অবস্হিত।এটি বিশ্বের 10টি আশ্চর্য জনক
গুহার একটি।এই গুহাটির প্রবেশ মূখ বেশ সরূ
বিধায় এর ভিতরে ঢোকা বেশ অসুবিধা
জনক।তবে ঢোকা যাবে যদি আবহাওয়া
ভাল থাকে এবং গুহা মুখে পানি কম
থাকে।
5/গ্রেট ব্লু হোল (Great Blue Hole):
এটি বেলিজ এ অবস্হিত।এটি একটি
বেসিন গর্ত এবং এর মুখ আগে উপরে ছিল।
এটি উপর থেক দেখতে খুব সূন্দর
দেখায়,গুহাটির চারিদিক প্রবাল প্রাচীর
দ্বারা বেস্টিত।
6/অংকিত গুহা (Painted Cave):
এটি আমেরিকার ক্যালির্ফোনিয়া
অন্গরাজ্যে অবস্হিত।
এই গুহাটি সান্তা ক্রূজ দ্বিপের একটি
অংশ।এটি বিশ্বের দ্বিতীয় বৃহওম পানি
গুহা এটি 12,00 ফুট পর্যন্ত সটান লম্বা।এই
গুহার প্রবেশ মুখ 130 ফূট উচু।এই গুহার
ভিতরের দেয়ালে প্রাচীন যুগের বিভিন্ন
চিএ আকা আছে যা খ্রীস্টপৃর্বের 15,000
থেকে 10,000 বছর আগের।এছাড়া এর
ভিতর বিভিন্ন প্রকার শৈবাল আছে।
এছাড়াও এর ভিতরে একটি জল প্রপাত
আছে এবং গুহার প্রবেশ মুখে একটি ঝরনা
আছে।
7/বরফ গুহা (Ice Caves of Apostle
Islands):এ্যাপোস্টেল দ্বীপ আমেরিকার
উইসকনসিনে লেক সূপিরিয়রে অবস্হিত।
শীতের সময় এই হ্রদ এবং এই গুহার
ভীতরের পানি জমে বরফ হয়ে যায়।তখন
গুহার ভীতরের দেয়াল এবং ছাদ থেকে
বিভিন্ন আকারের বরফের দন্ড ঝূলে
থাকে।এটি পর্যটকদের কাছে খুব
আর্কষনীয় এই বরফের তারা উপর স্কেটিং
করে।
8/সমো গুহা (Cave of Smoo):
এটি স্কটল্যান্ডের আর একটি বিখ্যাত
গুহা।এটি চূনা পাথরের তৈরী একটি গুহা।
এই গুহাটি অল্ট সমো নদীর দ্বারা
তৈরী,এই নদীর পানী গুহার ছোট একটি মুখ
দিয়ে জলপ্রপাতের মত ভীতরে ঢোকে।এই
গুহার পানি লবনাক্ত এবং গুহাটি
মহাসাগরীয় পানির দ্বারা ক্ষয় প্রাপ্ত।
9/ব্লূ হোল ডেন (The Blue Hole of Dean):
এটি বাহামিয়ান লং আইল্যান্ডে
অবস্হিত। এটি বিশ্বের গভীরতম গোল মুখ
বিশিস্ট গুহা।এর গভীরতা 200 মিটার,এই
গুহার মুখটি পানির
উপরের পৃস্ট থেকে একটু নিচে।অনেক উপর
থেকে এই মুখটি দেখতে খুব সুন্দর দেখা
যায়।
10/পাউলা গুহা (Piula Cave):
এটি সামোয়ান দ্বীপের কাছে উপলো
দ্বীপে অবস্হিত।এই গুহাটি একটি ছোট
পুকুরের মাঝে লাভা জমে ঠান্ডা হয়ে এই
গুহার সৃস্টি হয়।এই গুহাটি অনেকদূর
গিয়ে সাগরের সাথে মিশেছে।এটি
পর্যটকদের সাতারের জন্য খুব সূন্দর একটি
স্হান,
এই সামুদ্রিক গুহাগুলি সামুদ্রিক ইকো-
বৈচিত্র্যর একটি গূরত্বপূর্ন অংশ,কাজেই
এই গুহাগুলিকে আগামী প্রজম্নের জন্য
সূরক্ষিত রাখতে হবে।
#ফারহানা_ইসলাম

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে কারিগরি সহায়তার আশ্বাস তুরস্কের

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার...

সর্বশেষ দুই বছরে ওয়ানডেতে সবচেয়ে কিপটে পেসার তাসকিন

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ সাম্প্রতিক সময়ের ওয়ানডে ক্রিকেটে নিজের...

নোয়াখালীতে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

উপকূলীয় জেলা নোয়াখালীর চারটি উপজেলায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার...

গণঅভ্যুত্থান দিবস পালনে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা বাস্তবায়ন...

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, টেক্সটাইল খাতে লাভবান ভারত

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ...

ইসরায়েল যুদ্ধবিরতি অস্বীকার, ইরান পূর্ণ প্রস্তুতিতে

আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এ সংঘাতে...

তামিম–মুশফিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সাকিব

একসময় বাংলাদেশের ক্রিকেটে এক অটুট ত্রয়ীর নাম ছিল তামিম...

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ ফেনী, ভোগান্তিতে জনজীবন

ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img