শাকিলুর রহমান
গ্ল্যামার গার্ল এস কে তৃষ্ণা প্রথম বারের মত মডেল হলেন। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি’র গাওয়া সুখ শিরোনাম এর এই গানটিতে দর্শক এর সামনে আসছেন ।
‘সুখ শিরোনাম’ গানটি সর্ম্পক জানতে চাইলে এস কে তৃষ্ণা চ্যানেল আগামীকে বলেন, সুখরে শিরোনাম এই গানটি কথা অসম্ভব সুন্দর । আশা করি শ্রোতাদের কাছে অনেক ভালে লাগবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফেরদৌস রেজা। জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির সোহাগ পল্লী গাজীপুর মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন করা হয় । সম্প্রতিক লেজার ভিশন’র ব্যানারে মুক্তি দেওয়া হবে বলে জানান, গ্ল্যামার গার্ল এস কে তৃষ্ণা।