স্বজনদের অপেক্ষার অবসান হলো রাজধানীর আর্মি স্টেডিয়ামে,৭ দিন আগে যাদের বিদায় জানিয়েছিলেন ভিনদেশে যাত্রার উদ্দেশ্যে, সোমবার বিকেলে জানাজার পর তাদেরকেই কফিনে মোড়া অবস্থায় গ্রহণ করলেন অশ্রুশিক্ত আবেগআপ্লুত স্বজনেরা।
নেপালের কাঠমাণ্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ বনানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছেছে বিকাল ৫ : ০৩ মিনিটে।
এর আগে দুপুর ২:৩৫ মিনিটে রওনা হয়ে মরদেহবাহী বিশেষ বিমানটি ঢাকায় এসে পৌঁছায় বিকাল ৪:০৫ মিনিটে।সেখানে আনুষ্ঠানিকভাবে নিহতদের মরদেহ গ্রহণ করেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিমানমন্ত্রী শাজাহান কামাল।
সেখানে বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিশেষ নিরাপত্তায় কফিনে মোড়া মরদেহগুলো নামানো হয়। আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫১ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।
ময়নাতদন্ত সাপেক্ষে নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে।