জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ডর’-এর ‘ভৌতিক গবেষক’ হিসেবে পরিচয় দেওয়া রাদবি রেজা ওরফে ‘টেরট বাবা’কে (৩২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। প্রতারণার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতারকৃত রেজা ২০১৬ সালের অক্টোবর মাস থেকে একটি রেডিওর ‘ডর’ অনুষ্ঠানে যুক্ত হন। প্রথম দিকে সেই অনুষ্ঠানে শুধু ভূতের গল্প বলা হলেও পরবর্তীতে অনুষ্ঠানটিতে মানুষের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য ‘টেরট কার্ড সেগমেন্ট’ নামে একটি বিষয় যুক্ত করেন। সেই অংশে রেজা মানুষের অতীত, বর্তমান ও ভবিষৎ বলে জ্বিন-ভূতের ভয় দেখাতেন। এর মাধ্যমে সহজ-সরল মানুষের কাছে আতর, মুক্তা, আংটি চড়া দামে বিক্রি করতেন তিনি। কিন্তু এসব পণ্য কিনে স্বাভাবিকভাবেই কারো কোনো উপকার হয়নি। প্রতারণার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী রেজার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেন। সেসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।
আটক রাদবির পূর্ণ নাম এম. এম. জাহাঙ্গীর রেজা ওরফে রাদবি রেজা। তিনি ইন্দিরা রোডের পূর্ব রাজাবাজার মালা ভিলায় থাকতেন। আটকের সময় তার কাছ থেকে টেরট কার্ড, জিপিএস জ্যামার ১টি, ২২টি কথিত মুক্তা, ২৮টি ধুপ, কথিত ইস্তাম্বুলের আতর ২টি, পড়া পানির বোতল ১টি, ৩টি মোবাইল ফোনসেট, ২ টি সিপিউ, লাইভের জন্য ব্যবহৃত ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ডিজিটাল প্রতারক রাদবি রেজা ২০১২ সালের ১৪ই জানুয়ারী শেরে বাংলা নগর থানা পুলিশ কর্তৃক ২০টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার হয়েছিলেন। (মামলা নং-১৯, তাং-১৪/০১/২০১২ ইং ধারাঃ ৪১৩/৩৪ পেনাল কোড-১৮৬০।) তার বিরুদ্ধে দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলাটি বর্তমানে সিআইডি কর্তৃক তদন্তাধীন আছে।