তানভীর ইবনে কবির:
রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। একটা ছেলে এসে তার পথরোধ করে দাঁড়ালো। অতঃপর বললো, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে চুমু খেতে চাই। মেয়েটা তখন ভয়ে চিৎকার শুরু করতেই লোক জড়ো হলো। ছেলেটি তখন বলে উঠল, “আপু It’s a Prank ! ঐ যে Camera” । তার কথাবার্তায় মেয়েটির কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্যেই নাকি তারা এই ধরনের কাজ করছে! বর্তমানে আমাদের দেশে কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেপেলে Prank এর নামে সাধারন মানুষদের বিশেষ করে মেয়েদের উত্যক্ত, ইভটিজিং ও নানা ভাবে হয়রানি করছে। prank শব্দের অর্থ কি? শব্দটার অর্থ তামাশা বা কৌতুক করা, দুষ্টুমি করা। কিন্তু আমাদের সবারই একটা কথা জানা, আর সেটি হলো প্রত্যেক জিনিসেরই একটা মাত্রা আছে। কোন কিছুই মাত্রাতিরিক্ত করা ঠিক না।
এই ধরনের prank ভিডিও করে যেগুলো ইউটিবে আপলোড করা হয়। আর এদের বলা হয় ইউটিউবার। বাংলাদেশের ইউটিবের ধারনা আসে ২০১২ সালে, বাংলাদেশের ইউটিউবার সালমান মুক্তাদি এর হাত ধরে। সালমান মুক্তাদির এক চ্যানেলের নাম “SalmoN TheBrownFish” এটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল। কিন্তু এই চ্যানেলে যে prank ভিডিও ছাড়া হয় সেগুলতে একটা লাগাম ছিল। কিন্তু বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জনের জন্য নাকি এই ধরনের prank করে থাকে। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল “my Tv”র পরিচারক ও জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি বলেন, “কিছু ইউটিউবার prank এর নামে এসব অসুস্থ মস্তিষ্কের কাজ করছে। এর কারন মূলত তাদের নিজেদের পরিচিতি বারানো এবং নিজেদের ইউটিউব চ্যানেলের SUBSCRIBE বাড়ানো।”
এখন যেগুলো হচ্ছে ‘প্র্যাঙ্ক’ শব্দের নামে, সেগুলোকে নোংরামি বললেও কম বলা হয়ে যাই। বিশেষত মেয়েরাই বেশী আক্রান্ত হচ্ছে এই নোংরামীর, একটি মেয়ের সামনে হাটু গেরে প্রপোজ করে চুমু খেতে চাওয়া, পার্কে মেয়েদের অশ্লীল প্রশ্ন করা, গায়ে প্লাস্টিকের সাপ ছুঁড়ে মারা, হাতে ওয়াকিটকি নিয়ে পুলিশ সেজে গাড়ি থামানোটা ঠিক কোন ধরণের প্র্যাঙ্কের আওতায় পড়ে? দেশে বর্তমানে “SalmoN TheBrownFish” আর “Prank King Entertainment” এর মতো অনেক ইউটিউব চ্যানেল আছে যারা দেশের হারানো সংস্কৃতি ও শিক্ষা মূলক prank তৈরি করে। যারা অসুস্থ মস্তিষ্কের চিন্তা নিয়ে prank তৈরি করে তাদেরও উচিত শিক্ষা মূলক prank করা। যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।