ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) এবি ডি ভিলিয়ার্স যেন পুরনো দিনই ফিরিয়ে আনছেন প্রতিদিন। কোনো দিন ব্যাটিং, কোনো দিন ফিল্ডিং দিয়ে নজর কাড়ছেন। ফাইনালে যেমন কাড়লেন ব্যাটিং দিয়ে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েও খেলে গেলেন দুর্দান্ত এক ইনিংস, ৪৭ বলে করলেন সেঞ্চুরি।
এই ইনিংসে ভর করেই পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৯৬ রানের বিশাল লক্ষ্য দক্ষিণ আফ্রিকা তাড়া করে ফেলেছে ৯ উইকেট আর ১৯ বল হাতে রেখে। ফলে ডব্লিউসিএলের শিরোপাটাও ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।
শনিবার টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে অপরাজিত ১২০ রান করলেন মাত্র ৬০ বলে। তার এই ইনিংসেই ৯ উইকেটের বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।
মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। মারেন ১২টি চার ও ৭টি ছক্কা। তার ব্যাটিং ছিল ‘৩৬০ ডিগ্রি’ স্টাইলে। মাথা ঠাণ্ডা রেখে চোখ ধাঁধানো টাইমিং, আর দারুণ শট নির্বাচনের ছাপ ছিল পুরো ইনিংসজুড়ে। তাই ১৯৬ রানের বিশাল লক্ষ্যও যেন সহজ হয়ে গেল।
মাঝ ইনিংসে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান ডি ভিলিয়ার্স। চিকিৎসা নিতে হয়। কিন্তু খেলা ছাড়েননি। ব্যথা নিয়েই খেলেছেন এবং দলকে জেতালেন।
তাকে দারুণ সঙ্গ দেন জেপি ডুমিনি। তিনি করেন ২৮ বলে অপরাজিত ৫০ রান। ম্যাচ শেষ হয় হাতে ১৯ বল রেখেই। ডি ভিলিয়ার্স হয়েছেন ম্যাচসেরা এবং সিরিজসেরাও। পুরো টুর্নামেন্টে করেছেন ৪২৯ রান।
এর আগে টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। শারজিল খান ৪৪ বলে ৭৬ রান করেন। সঙ্গে উমর আমিন, শোয়েব মালিক আর আসিফ আলির ক্যামিওতে ১৯৫ রান জড়ো করে পাকিস্তান। তবে সেই সব ইনিংসও ঢেকে যায় ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে।