Saturday, August 2, 2025
27.8 C
Dhaka

১৭৭ রানের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে। প্রথমে ওপেনার শেখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাটে দারুণ শুরু করে ভারত। ২৭ বলে ৩৫ রান করে রুবেলের বলে শেখর ধাওয়ান ফিরে যাওয়ার আগে ৯.৫ ওভারে ৭০ রান করে ভারত। ধাওয়ান আউট হলেও অফ ফর্মে থাকা রোহিত শর্মা দারুণ এক ইনিংস খেলেছেন। ভারতের অধিনায়ক ৫ চার ও ৫ ছয়ে ৬১ বলে ৮৯ রান করে শেষ বলে রান আউট হন। টি২০ তে নিজের ১৩ তম অর্ধ শতক পূর্ণ করেন।

শেখর ধাওয়ানের পর ক্রিজে আসা সুরেশ রায়না ৩০ বলে ৪৭ রান করে রুবেল হোসেনের বলে ক্যাচ হয়ে ফিরে যান। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে ২ উইকেট নেন। এছাড়া নাজমুল ইসলাম ৪ ওভারে ২৭  ও মোস্তাফিজুর রহমান ৩৮ রান দিয়ে উইকেট শুন্য থাকেন। এর আগে নিদাহাস ট্রফির পঞ্চম টি২০ তে ভারত বিপক্ষে  টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অন্য ম্যাচগুলোর থেকে পিচে তেমন কোন পার্থক্য নেই। দলের অন্য ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করছেন তাই নিজের ফর্ম নিয়ে বেশি চিন্তা করছেন না বলেও জানান রোহিত শর্মা। ভারতও ভালো বল করতে না পারা জয়দেব উদানকাতরার পরিবর্তে দলে নিয়েছে মোহাম্মদ সিরাজকে।

ব্রেট লি পিচ রিপোর্ট দেখে জানিয়েছেন, ‘অন্য ম্যাচগুলোর মতো এটি হাই স্কোরিং ম্যাচ না হতে পারে।’ এটাকে তিনি ৫০-৫০ ম্যাচ বলে মনে করছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান, আবু হায়দার রনি।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ঘাড়ব্যথায় অবহেলা নয়, সতর্কতাই প্রতিরোধের পথ

আধুনিক জীবনযাপনে ঘাড়ব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা হয়ে...

শিশুদের টাইপ ১ ডায়াবেটিস: অবহেলার সুযোগ নেই, সচেতনতাই রক্ষাকবচ

বর্তমানে বাংলাদেশে শিশুদের টাইপ ১ ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য...

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের সহায়তায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...

বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

মহারাষ্ট্রের বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে ধরা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img