নিদাহাস ট্রফির ফাইনালের আগে দলকে সতর্কবার্তা দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ভারতের টপঅর্ডার ও স্পিন অ্যাটাক নিয়ে আলাদা করে পরিকল্পনা করার পরামর্শ জানিয়েছেন ম্যাশ।
গতকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে মাশরাফি বিন মোর্ত্তোজা বলেন, গতকালে ম্যাচটি সবার জন্য নার্ভ ছিল। বিশেষ করে লাস্ট ওভারে যখন ১২ রান দরকার ছিল। সেই সময়ে মোস্তাফিজ পর পর দুই ডট দেয়ায় ম্যাচটি কঠিন হয়ে পড়ে। এরমধ্যেই একটি বল ‘নো বল’ ছিল যেটা বাংলাদেশের পক্ষে আসে নাই।
পরে রিয়াদ যখন ক্রিজে আসে তখন চার বলে ১২ রান প্রয়োজন। সেই মুহূর্তে রিয়াদ যেভাবে এক বল হাতে রেখে ম্যাচটি জয় লাভ করে, সেটা অসাধারণ। এছাড়াও মাহমুদুল্লাহ ১৮ বলে ৪৩ রানের ইনিংসটা বড় কথা নয়। আর ওই সময় মাহমুদুল্লাহ শ্রীলঙ্কা বোলারদের উপর চড়া হয়েছিল, যা প্রয়োজন ছিল। আর ওই মুহূর্তে যেকাউকে এই রকম ভূমিকা পালন করতে হবে।
টি-টিয়েন্টি ম্যাচে এ রকমই একজনকে খেলতে হয়। তাহলে আপনি ম্যাচটি জয় লাভ করতে পারবেন। হয়তো রিয়াদ প্রতিদিন খেলবে না। ম্যাচে কাউকে না কাউকে খেলতে হবে। তাহলে টি-টিয়েন্টি ম্যাচ জয় করা যাবে।
এদিকে বাংলাদেশের সেরা টি-টিয়েন্টি ম্যাচ যদি কাউন্ট করা হয়, তাহলে সেগুলো নিদাহাস ট্রফির ম্যাচ দু’টিই হবে। শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম ম্যাচ মুশফিক খেলেছে অসাধারণ। আর গতকালকে রিয়াদ করে দেখালেন। তবে এই ক্ষেত্রে তামিমের অবদানও কম নয়।
আগামী রোববার ফাইনালে ভারতে বিপক্ষের ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ইনিংসে খুব দ্রুতই রোহিত শর্মা ও শেখর ধাওয়ানকে ফেরাতে পারলে বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে। একইভাবে ভারতের চাহাল ও ওয়াশিংটন কীভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে কাজ করতে হবে।
গতকাল মাঠের ঘটনা বিষয়ে মাশরাফি বলেন, ওইটা ম্যাচের হিট অব দ্যা মোমেন্টে ছিল। তবে ওই সময়ে একটা নো-বলটা বাংলাদেশে পক্ষে আসা উচিত ছিল। কেননা ক্রিকেটের দুইটা বাউন্স দেয়ার নিয়ম নেই।
অনেকদিন পর সাকিবের ফেরার বিষয়ে মাশরাফি বলেন, একজন সাকিব বাংলাদেশের দলের অনেক বড় কিছু। সাকিব দলে থাকা মানেই একজন বোলার কম নেয়া যায়, একজন ব্যাটসম্যান নেয়া যায়। আর সাকিবের অভাবটা বাংলাদেশ টিম ফাইনাল ম্যাচ থেকে বুঝতেছি। দলে আসাটা বাংলাদেশের জন্য স্বস্তি। দলের জন্য স্বস্তি। তার প্রভাবটা ভারতের বিপক্ষে অবশ্যই থাকবে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর পুরস্কার দেয়ার বিষয়ে মাশরাফি বলেন, পুরস্কার দেয়া নিয়ে আলোচনা সমালোচনা দু’টি রয়েছে। আমরা ম্যাচে হারলেই সমালোচনা হয়। আমাদের খেলোয়াড়রা কোনো টাকা চায় না। বিসিবি সভাপতি হয়তো খুশি এই টাকা দিয়েছে। এইটা নিয়ে আমাদের প্লেয়ারদের কোনো মাথা নেই।