শেষ ওয়ানডের আগে অনিশ্চয়তায় নাজমুল হোসেন শান্ত
দ্বিতীয় ওয়ানডেতে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সামনে এখন ঐতিহাসিক মুহূর্ত—প্রথমবারের মতো লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শঙ্কায় পড়েছে বাংলাদেশ শিবির। ইনজুরির কারণে অনিশ্চয়তার মুখে আছেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের কোয়াড্রিসেপস মাংসপেশিতে চোট পান শান্ত। বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেওয়ার সময় তিনি এই চোটে পড়েন। এরপর মাঠে আর ফেরা হয়নি তার। তাকে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এক্স-রে করানো হতে পারে, যা শেষ ওয়ানডেতে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নির্ধারণ করবে।
ব্যাট হাতে শান্ত দুই ম্যাচেই ছিলেন ছন্দের বাইরে। দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরে যাওয়ার পর শান্ত চেষ্টা করেন ইনিংস গুছিয়ে নিতে। পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন একটি ছোট জুটি, তবে সেটিকে বড় করতে ব্যর্থ হন। ১৯ বলে করেন মাত্র ১৪ রান। চারিথ আসালাঙ্কার বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।
প্রথম ওয়ানডেতেও শান্ত রানআউট হয়ে ফিরেছিলেন গুরুত্বপূর্ণ সময়ে। ফলে পারফরম্যান্স নিয়ে আগেই প্রশ্ন ছিল, এবার যোগ হলো ইনজুরির শঙ্কা।
আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে, যা হয়ে উঠবে সিরিজ নির্ধারণী ম্যাচ। দুই দলই এখন ১-১ সমতায়। এই পরিস্থিতিতে শান্ত যদি মাঠে নামতে না পারেন, তাহলে বাংলাদেশ দলকে ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হতে পারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে।
লঙ্কান মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। তবে শান্তর অনুপস্থিতি সেই স্বপ্ন পূরণে কতটা বাধা হয়ে দাঁড়ায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।