হৃদয় মাহমুদ
লিওনেল মেসি ও মার্কস রোহোর কাঁধে চড়ে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল আলবিসেলেস্তেরা।
শেষ ষোলোতে যেতে জয় ছাড়া ভিন্ন কোনো বিকল্প পথ খোলা ছিল না আর্জেন্টিনার। সেখানে ড্র হলেই পরের পর্বে উঠে যেতো নাইজেরিয়া।এমন সমীকরণ নিয়েসেন্ট পিটাসবার্গে আক্রমণাত্মক খেলতে শুরু করে সাম্পাওলির শিষ্যরা।
খেলার প্রথমার্ধে ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় লিওনেল মেসি।এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ দাগান তারা।৩২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফাউল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার লিওন বালুগুন।এতে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।তখনই দলের এবং নিজের দ্বিতীয় গোলে করার সুযোগ আসে দলের প্রান ভোমরা লিওনেল মেসি।কিন্তু গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।কিন্তু দ্বিতীয়ার্ধের ৬ষ্ঠ মিনিটে অার্জেন্টিনার ডিফেন্ডার মাশ্চেরানোর অবৈধ ট্যাকেলের খেসারত হিসেবে পেনাল্টি পায় নাইজেরিয়া। পেনাল্টি থেকে গোল করে নাইজেরিয়াকে খেলায় ফিরেয়ে আনেন ভিক্টর মোজেজ। তারপর থেকে ছন্নছাড়া হয়ে যায় মেসিরা।নাটকের তখন বাকি ছিল। ৮৬ মিনিটে মার্কোস রোহোর করা গোলে স্বস্তি ফিরে আসে দলে এবং আর্জেন্টিনা গ্রুপ রানার্স আপ হয়ে নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স।
গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে।শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।