সাবিত রেজা
মিঃ কাটার মাস্টার দ্যা ফিজ আজ ২২ বছর বয়সে পদার্পণ করেছেন। মোস্তাফিজ ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষিরা জেলায় জন্মগ্রহন করেন তিনি। অভিষেক থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের এক ভরসার নাম মোস্তাফিজ। দেশে তার পারফরমেন্স দেখিয়ে বিদেশের মাটিতেও নিজের জাত চিনিয়েছেন।
অভিষেকে ভারতের সাথে এক স্বপ্নের মত সিরিজ জয়ে নিজের অবদান রাখেন।বাংলাদেশ দলের এক অপরিহার্য খেলোয়ার তিনি। তার এই পারফরমেন্সের মাধ্যমে তিনি দেশের নাম বিশ্বে তুলে ধরবেন বলে আশা করা যায়। তার সামনের জীবন হোক সুখময়।