ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে গিয়ে মাঠ ছাড়া হন ফারুক নাজার নামে এক ভক্ত। তাকে জার্সি ঢাকতে বলা হলেও রাজি না হওয়ায় নিরাপত্তা কর্মীরা মাঠ থেকে বের করে দেন। এ ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ।
তাদের দাবি, ফারুক নাজারকে মাঠ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য ছিল না, বরং ভক্তের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই তাকে পাকিস্তানি জার্সি ঢাকতে বলা হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কায় তারা এমন সিদ্ধান্ত নেয়। ভবিষ্যতে এমন ঘটনা আরও সতর্কভাবে সামাল দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা।