মোঃ জুলকার নাইন মাহফুজ
দীর্ঘ নয় মাস পর ক্রিকেট ফিরল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে । আর এ ম্যাচেই সব আলো নিজের দিকে কেড়ে নিলেন উপেক্ষিত ইমরুল কায়েস ।
জিম্বাবুয়ের বিপক্ষে পরিষ্কার ভাবে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ । কিন্তু এটাই যেন রীতিমত চাপ হয়ে দাঁড়াল সাকিব-তামিম বিহীন বাংলাদেশের জন্য । দলের অন্যান্য প্লেয়াররা যখন আসা যাওয়ার মধ্যে তখন এক প্রান্ত আগলে রেখে নিজের সেরা খেলাটা খেললেন সদ্য বাবা হওয়া ইমরুল কায়েস।
নিজের স্ট্রং জোন অন সাইডেই সবচেয়ে বেশি খেলেছেন আজ। চোখে পড়ার মত ক্লিন হিট ছিল আজকের শটগুলোয়! কি দারুণ আত্মবিশ্বাসী, উদ্যমী! উদযাপনটা করলেন ’৯৪ এ দেখিয়ে যাওয়া বেবেতোর মত । সেঞ্চুরিটা যেন উৎসর্গ করলেন সদ্য পৃথিবীর আলো দেখা ফুটফুটে সন্তানকে। শতকের পরের ৪৪ রান করেছেন মাত্র ২২ বলে যার মধ্যে ৩৪ রানই ছিল বাউন্ডারি। নিজের রানের চাকা থামিয়েছেন ১৪৪ রানে। যেটি তার ক্যারিয়ার সেরা ইনিংস।
অভিনন্দন ইমরুল কায়েস।