দেশের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শুধু তাই নয় ; উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ টাকা বন্যার্তদের মাঝে বিতরনের কথাও ঘোষণা দেয়া হয়। বিপিএলের গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার নিজস্ব অফিসে সভায় বসে এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতি বছরই অনেক ঝাকঝমক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেখানে উপস্থিত থাকে দেশ-বিদেশী সেলিব্রেটি সহ বড় ব্যক্তিত্বরা। কিন্তু এবার বন্যার্তদের কথা ভেবে তা বাতিল করেছে বিসিবি।
এ বছর বিপিএলের খেলা ২ নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচ ঢাকার বাইরে অন্য কোন ভেন্যুতেও অনুষ্ঠিত হতে পারে।
(স্পোর্টস ডেস্ক)