একই টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের পাশে নাম লেখালেন দেশের হার্ট হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল । এর আগে একই টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরির রেকর্ড এতোদিন এককভাবে ছিল ৫০ টেস্ট খেলে ক্যারিয়ার শেষ করা হাবিবুল বাশারের। ছয়বার তিনি একই টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেন। তামিমও ৫০ টেস্টেই রেকর্ডটি স্পর্শ করলেন। তামিম অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেন। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫৩ ও ৮৪। এরপর ২০১০ সালে দেশের মাটিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৮৫ ও ৫২। কিছুদিন পর ইংল্যান্ডের লর্ডসে করেন ৫৫ ও ১০৩। চতুর্থবারের জন্য অপেক্ষা করতে হয় প্রায় তিন বছর। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলেন ৯৫ ও ৭০ রানের দুইটি ইনিংস। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে করেন ১০৯ ও ৬৫। চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে ষষ্ঠবারের মতো প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ৭৮ করে বাশারকে ছুঁলেন তামিম। আরেকটি ক্ষেত্রেও পাশাপাশি বাশার ও তামিম। ৫০ টেস্টে দুইজনের হাফসেঞ্চুরির সংখ্যা ২৪। অবশ্য সেঞ্চুরির ক্ষেত্রে এগিয়ে আছেন তামিম। তার সেঞ্চুরির সংখ্যা আট।
