নেইমার পায়ের পাতার হাড় ভেঙে ফুটবল মাঠ থেকে রয়েছেন দূরে। ক্লাব দল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের মঞ্চ থেকে বিদায় নিতে দেখেছেন মাঠের বাইরে বসে। এবার টুইটারে পিএসজি ফরোয়ার্ডের দেওয়া একটি ছবি নিয়ে উঠেছে নিন্দার ঝড়। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বর্তমানে পারছেন না স্বাভাবিক নিয়মে হাঁটাচলা করতে। হুইলচেয়ারে করেই চলাফেরাটা করতে হচ্ছে নেইমারকে। আর এই হুইলচেয়ারে বসে থাকা ব্রাজিলিয়ান তারকার স্থিরচিত্রটাই লাগিয়েছে যত গণ্ডগোল।
মূলত বিশ্বনন্দিত পদার্থবিদ স্টিফেন হকিংয়ের স্মরণেই নেইমার ছবিটি পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, ‘বাজে পরিস্থিতিতে নিজের সেরাটা পাওয়ার জন্য ইতিবাচক মনোভাবের বিকল্প নেই।’ গতকাল বুধবার পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী এবং পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং।
আর এখানটাতেই ঘটেছে বিপত্তিটা। ২২ বছর বয়সে মোটর নিউরন নামের জটিল এক রোগের কবলে পড়ে হকিং হারিয়ে ফেলেন চলাফেরার শক্তি। বাকি জীবনটা হুইলচেয়ারেই কাটিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা এই বিখ্যাত বিজ্ঞানী।
পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হুইলচেয়ারটাই হয়ে গিয়েছিল হকিংয়ের ঘরবাড়ি। সেই হকিংয়ের পরিস্থিতির সঙ্গে নিজের অবস্থার তুলনা দিতে গিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভক্তদের রোষের মুখে পড়েছেন নেইমার। যদিও নেইমারের ছবিটা পোস্ট করার উদ্দেশ্যটা মোটেও খারাপ ছিল না। তবে বিতর্কের ঝড় তোলার যথেষ্ট উপকরণ ছবিটাতে থাকার কারণে সেটাই হয়ে গেছে বুমেরাং।