সাকলাইন মোশতাকের পর আর কোনো স্পিন কোচ পায় নি বিসিবি। তবে কিছুদিন রুয়ান কলাপাগে স্পিন কোচ হিসেবে কাজ করলেও তিনি ছিলেন মূলত ফিল্ডিং কোচ। তবে এবার স্পিন স্পেশালিষ্ট কোচের দেখা পেলো বিসিবি।
সাবেক ভারতীয় স্পিনার সুনীল জোশি কে দুইমাসের জন্য স্পিন কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি। গতকাল ইন্টারন্যাশনাল ক্রিকেট নিউজ পোর্টাল ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে জোশি নিজে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “অস্ট্রেলিয়া সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছি। এই সিরিজ উপলক্ষে ওদের স্পিনারদের কিছু সাহায্য করব।”
“বেশ কয়েকবছর ধরে বাংলাদেশের পারফর্মেন্স গ্রাফটা ওপরের দিকে। সবশেষ সিরিজে শ্রীলংকায় ওরা সাফল্য পেয়েছে। দারুণ কিছু স্পিনার্স আছে ওদের”
অনেকদিন ধরেই স্পিন কোচ খুঁজছিল বিসিবি। প্রথম পছন্দ স্টুয়ার্ড ম্যাকগিলকে না পেলেও দ্বিতীয় পছন্দ সুনীল জোশি ঠিকই সারা দেন। এছাড়াও পছন্দের তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার পল এডামস ও ভারতীয় শ্রীধরণ শ্রীরাম।
এদিকে গতরাতে সাংবাদিকদের কাছে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন দুইমাসের জন্য জোশিকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সময় আরও বাড়তে পারে বলে জানান।