মোঃ জুলকার নাইন মাহফুজ
আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । উদ্বোধনী ম্যাচেই লাওসকে ১-০ গোলে হারিয়ে এ টুর্নামেন্তের যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ।
বঙ্গবন্ধু গোল্ডকাপের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক ফুটবলের খরা কাটল । এ নিয়ে উৎসব মাতমের শেষ নেই সিলেটবাসীদের । আর তাদের এ আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিল জেমি ডে’র শিষ্যরা ।
লাওসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলছিল বাংলাদেশ দল । কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না । প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে মাহবুবুর রহমান সুফিল । গোলরক্ষককে একা পেয়েও বল পোস্টে রাখতে পারেননি তিনি । দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে আক্রমণের মাত্রা দ্বিগুণ করে বাংলাদেশ । অবশেষে ৫৯ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোতে বিপলু আহমেদের শটে গোলের দেখা পায় বাংলাদেশ । গোল দিয়েও সন্তুষ্ট থাকেনি জেমি ডে’র শিষ্যরা । মূহুর্মূহু আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা । তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের ।