নাফিসা নুজহাত ||
রিয়াল মাদ্রিদের জার্সি ছেড়ে জুভেন্টাসের জার্সি গায়ে চাপিয়ে একের পর এক হতাশার দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে রোনালদোকে। সদ্য সাবেক হওয়া সতীর্থ লুকা মদরিচের সাথে হেরে গেছেন উয়েফা বর্ষসেরার লড়াই। কিন্তু জুভেন্টাসের জার্সিতে তার কীর্তি ছাড়িয়ে যাচ্ছে আরেকজন।
কদিন আগে জুভেন্টাসে অভিষিক্ত পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর ৮ বছর বয়সী ছেলে রোনালদো জুনিয়র অনুর্ধ্ব-৯ দলের হয়ে খেলা শুরু করেই বাজিমাত করেছে। গতকাল নিজের প্রথম ম্যাচে লুসেন্তর বিপক্ষে ৪ গোল করে ম্যাচ জিতিয়েছে। প্রথমার্ধে ২টি ও দ্বিতীয়ার্ধে ২টি করে গোল করেছে জুনিয়র রোনালদো। ম্যাচটি তারা জিতে ৫-১ গোলে ।