সামদানী প্রত্যয়
স্পোর্টস ডেস্ক
২০১৭ সালের শেষে বাংলাদেশ দলের রেকর্ড বইয়ে যোগ হল আরেকটি পালক।টাইগার সদস্যদের টেস্টের পারফর্মেন্স ঘিরে আলোচনা পুরো বছর আলোচনা সমালোচনা হলেও বছর শেষে দি গার্ডিয়ানের টেস্ট একাদশে জায়গা করে নিয়েছে সদ্য টেস্ট এ অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান ও সদ্য নেতৃত্ব হারানো মুশফিকুর রহিম।
সাদা পোশাকে পুরো বছর এই তারকারা ছিলেন আলাদা।নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্ট এ সাকিব আল হাসানের ২১৭ ও মুশফিকের ১৫৯ এর সেই অনবদ্য পারফর্মেন্স এখনো চোখে লেগে আছে।যদিও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ কে ফিরতে হয়েছে সব ম্যাচ হেরে।
এরপর বড় প্রাপ্তি ছিল শততম টেস্ট। এ জয় দলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।প্রথম ইনিংসেই সেঞ্চুরি, ম্যাচে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের এই জয়েও উজ্জল সাকিব আল হাসান।
২০১৫ সালের অক্টোবর এ নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। বহু নাটকের পর এবছর ১৮ আগস্ট ঢাকায় আসে টিম অস্ট্রেলিয়া। সাকিব আল হাসানের অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স এ ২০ রানে জেতে বাংলাদেশ।ঢাকায় দুই ইনিংস এই ৫ উইকেট ও ব্যাটিং এ ৮৪ রান করেন সাকিব।একাদশ নির্বাচনের পর গার্ডিয়ান সাকিবকে নিয়ে বলে পৃথিবীর সেরা অলরাউন্ডার স্টোকস না আশ্বিন নয়, তা সাকিব আল হাসানই।
সাকিবের পুরো বছরে ৪৭.৫০ গড়ে ৬৬৫ রান এবং ৩৩.৩৭ গড়ে ২৯ উইকেট।অপরদিকে মুশফিকুর রহিমের পুরো বছর ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান। দুইজন কে নিয়ে সমালোচনাও কম হয়নি।দক্ষিন আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের মাঝ পথ থেকে অবসর তাকে কিছুটা বিতর্কিত করে। নানা ঘটনার ঘনঘটার পর ডিসেম্বরে টেস্ট অধিনায়কত্ব হারান মুশফিক।ছয় বছর পর আবার টেস্টে অধিনায়কত্ব ফিরে পান সাকিব।
গার্ডিয়ানের এই একাদশে সাকিব মুশফিকের সতীর্থ হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার,ডিন এলগার,চেতেশ্বর পূজারা,স্টিভ স্মিথ,বিরাট কোহলি,মিচেল স্টার্ক,নাথান লায়ন,জেমস এন্ডারসন ও কাগিসো রাবাদা। একাদশ নির্বাচক প্যানেলে ছিলেন এন্ডি বুল,ভিক মার্কস,আলি মার্টিন,টিম ডে লাইন,রব স্মিথ,কলিন্স ও উইল ম্যাক্কারসন।